Nextzen 4.0: নতুন কি কি ফিচার থাকছে আপডেট ভার্সনে?
Nextzen একটি ডিজিটাল উদ্ভাবনী ও নব্য প্রযুক্তির নাম। ২০১৬ হতে আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের সাথে Nextzen চেষ্টা করে যাচ্ছে গ্রাহকদের সর্বাধিক সন্তুষ্টি ও সেবা প্রদানের। প্রযুক্তি শক্তির আধার এই প্রতিষ্ঠানের গল্পটি লড়াই, পরিশ্রম, ব্যর্থতা, সাফল্য ও অর্জন দিয়ে পরিপূর্ণ। ২০২০ এর পহেলা জুলাই হতে যাচ্ছে সেই গল্পের ৪র্থ বর্ষপূর্তি।
৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে Nextzen কে তৈরি করা হয়েছে নতুন রূপে, নতুন আঙ্গিকে। অত্যাধুনিক ও ডিজিটাল সব সার্ভিসের মাধ্যমে Nextzen এগিয়ে যেতে চায় আরো উদ্যমে, আরো দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে। তাহলে দেখে নেয়া যাক কি কি আছে নতুন Nextzen 4.0 এ।
Nextzen 4.0 এ পূর্বের সফটওয়্যার সার্ভিসের সাথে যুক্ত হয়েছে আরো উন্নত ও আধুনিক ধাঁচের ১০০ টিরও বেশি ডিজিটাল সার্ভিস। চলুন দেখি Nextzen 4.0: নতুন কি কি ফিচার থাকছে আপডেট ভার্সনে?।
1. Digital School/College – Smart Edu
এটি অত্যাধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত ডিজিটাল সফটওয়্যার সার্ভিস। যার মাধ্যমে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল,কলেজ,মাদ্রাসা,পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়) তাদের সকল ধরণের কার্যক্রম পরিচালনা করতে সমর্থ হবে।
এখানে থাকছে একাধিক অত্যাধুনিক সব ফিচার এবং সুযোগ সুবিধা।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার প্রতিষ্ঠানের এর গতি প্রতি ১০ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব সেই সাথে হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার প্রতিষ্ঠানের মান উন্নয়ন।
কি কি ফিচার আছে দেখতে ঘুরে আসুন:
https://nextzenbd.com/software-services/digital-school-college-smart-edu/
2. Digital Exam System – Smart Edu
Nextzen শুধু অনলাইন ও অফলাইন এক্সাম পরিচালনার সুবিধার্থে এনেছে Digital Exam System – Smart Edu. এখানে পরীক্ষা গ্রহণ, অটোমেটিক রেজাল্ট জেনারেট, ম্যানুয়াল নম্বর ও ডিজিটাল মার্কসিট সার্টিফিকেট প্রদানসহ রয়েছে একাধিক অত্যাধুনিক সব ফিচার।
কি কি ফিচার আছে দেখতে ঘুরে আসুন: https://nextzenbd.com/software-services/digital-exam-system-smart-edu/
3. Digital iT Institute & Training Center System (iT Suite)
আপনি কি অনলাইনে বা নির্ধারিত জায়গাগুলিতে প্রশিক্ষণ প্রোগ্রামগুলি পরিচালনা করেন? যদি হ্যাঁ, তবে আপনার পুরো প্রশিক্ষণ প্রোগ্রামটি পরিচালনা এবং পরিচালনার জন্য iT Suite হ’ল সঠিক সফটওয়্যার! এই প্রশিক্ষণ স্কুল পরিচালনা ব্যবস্থা আপনাকে আপনার স্কুলটি সংগঠিত করতে সহায়তা করবে যাতে আপনি আরও দক্ষতার সাথে চালাতে এবং সময় এবং অর্থ সাশ্রয় করতে পারেন।
আপনি এ ফিচারে যা পাচ্ছেন তার মধ্যে গুরুত্বপুর্ন কয়েকটি হলো:
অনলাইন প্রশিক্ষণ এবং লাইভ ভিডিও ক্লাস, অফলাইন প্রশিক্ষণটি পরিচালনা ও সময়সূচী করন, সেশন ও কোর্স ম্যানেজমেন্ট, ক্লাস ম্যানেজমেন্ট, পেমেন্ট গেটওয়ে সমর্থন করে, উপস্থিতি ব্যবস্থাপনা , ছাত্র-ছাত্রী ব্যবস্থাপনা, অনলাইন পরীক্ষা / মূল্যায়ন এবং আরো অনেক কিছু!
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার সেলস এর গতি প্রতি ১০ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব সেই সাথে হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার প্রতিষ্ঠানকে ডিজিটাল করা।
কি কি ফিচার আছে দেখতে ঘুরে আসুন:https://nextzenbd.com/software-services/digital-exam-system-smart-edu/
4. Digital Business Management (ERP-BizSuite)
ইআরপি (ERP) যার পূর্ণ অর্থ “এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং” (Enterprise Resoure Planning) যার বাংলা অর্থ নতুন উদ্যোগ বা ব্যাবসার পরিকল্পনা । Nextzen Digital Business Management (ERP-BizSuite) সফটওয়্যারের সাহায্যে অনেক বড় ব্যাবসাও মাত্র কয়েকজন সদস্য দিয়ে পরিচালনা করা সম্ভব। তাই এর মাধ্যমে আপনার ব্যাবসা হবে আরো উন্নত ও আধুনিক। আমাদের Nextzen Digital Business Management (ERP-BizSuite) সফটওয়্যারটি এমনভাবে তৈরী করা হয়েছে আপনার ব্যাবসার পরিধি ছোট বা বড় যাই হোক, যেকোন স্থানে থেকেই পুরো বিজনেস পরিচালনা করতে পারবেন খুব সহজে এক ক্লিকে।
কি কি ফিচার আছে দেখতে ঘুরে আসুন: https://nextzenbd.com/software-services/digital-business-management/
5. Digital Customer Management (CRM-CrmSuite)
সিআরিএম (CRM) যার পূর্ণ অর্থ (Customer relationship management) যার বাংলা অর্থ কাস্টমার সম্পর্কযুক্ত ব্যাবস্থা । CRMSuite সিআরএম সম্পূর্ণ গ্রাহক সম্পর্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার যা প্রায় কোনও সংস্থা, ফ্রিল্যান্সার বা অন্যান্য অনেক ব্যবহারের জন্য দুর্দান্ত। এর পরিষ্কার এবং আধুনিক ডিজাইনের সাহায্যে CRMSuite সিআরএম আপনাকে আপনার গ্রাহকদের কাছে আরও পেশাদার দেখাতে এবং একই সাথে ব্যবসায়ের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করতে পারে। তাই এর মাধ্যমে আপনার ব্যাবসা হবে আরো উন্নত ও আধুনিক। আমাদের Nextzen Digital Customer Management (CRMSuite) সফটওয়্যারটি এমনভাবে তৈরী করা হয়েছে আপনার ব্যাবসার পরিধি ছোট বা বড় যাই হোক, যেকোন স্থানে থেকেই পুরো বিজনেস পরিচালনা করতে পারবেন খুব সহজে এক ক্লিকে।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার গ্রাহকদের সেবার মান উন্নতিকরন ও আপনার হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার গ্রাহকদের সেবা ও সম্পর্কের মাধ্যমকে সহজ করা।
কি কি ফিচার আছে দেখতে ঘুরে আসুন: https://nextzenbd.com
6. Digital Inventory Management (INVESUITE)
পণ্য ভিত্তিক ব্যবসা সেক্টরে স্টোর একটি গুরুত্তপূর্ণ শাখা| মালামাল সঠিক ভাবে, সঠিক সময়ের মধ্যে হিসাব- নিকাশ, গননা ও পরিক্ষা (inspection) করে যথা স্থানে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্ব পূর্ণ | কাজের সুবিধার্থে স্টোর এর কাজ সাধারণত দু ভাগে ভাগ করা হয়ঃ
(১) পণ্য ও
(২) আনুষাঙ্গিক উপকরন
এর বাহিরেও রয়েছে কয়েকটি ধাপ । আর এসকল সমস্যার সমাধান এখন হবে এক ক্লিকে। ছোট বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সহজেই পরিচালনা ও সংরক্ষণ করতে Nextzen তৈরি করেছে Digital Inventory Management সিস্টেম। ক্রেতা থেকে শুরু করে সেলসম্যান সকল হিসাব একত্রে সংরক্ষিত থাকবে এই Digital Inventory Management সফটওয়্যারে। সময় বাঁচবে, পণ্যের হিসেব থাকবে একদম নিশ্চিন্তে যেকোন স্থানে।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার ইনভেন্টরি হিস্ এর গতি প্রতি ১০ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব সেই সাথে হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার ব্যবসাকে লসের হাত থেকে বাঁচানো।
কি কি ফিচার আছে দেখতে ঘুরে আসুন:
https://nextzenbd.com/software-services/digital-inventory-management
7. Digital Sales Management
আপনি যদি কোনো ব্যাবসা প্রতিষ্ঠানের পরিচালক হয়ে থাকেন তাহলে আপনার জন্যই Nextzen এনেছে অন্যতম একটি অত্যাধুনিক সফটওয়্যার Digital Sales Management. আপনার ব্যবসায় প্রয়োজন আয়, ব্যয়, লাভ-লোকসানের হিসাব রক্ষণাবেক্ষণ করা আর এই সমস্যা সমাধানেই একাধিক উন্নত মানের ফিচার নিয়ে Nextzen Digital Sales Management সফটওয়্যারটি তৈরি। এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার সেলস ও হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার ব্যবসাকে লসের হাত থেকে বাঁচানো।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার সেলস এর গতি প্রতি ১০ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব সেই সাথে হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার ব্যবসাকে লসের হাত থেকে বাঁচানো।
কি কি ফিচার আছে দেখতে ঘুরে আসুন: https://nextzenbd.com/software-services/digital-sales-management/
8. Point of Sale (Pos Suite)
Nextzen Point of Sale সফটওয়ারে রয়েছে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, পজ সেলস, লাভ-লসের হিসেব সহ ও ভ্যাটের সুবিধা। আলাদা আলাদা ক্যাশ কাউন্টার, সেলস পয়েন্ট, সেলস ম্যান, দিন শেষের হিসাব ও বিভিন্ন ধরনের রিপোর্ট এক ক্লিকে দেখার সু-ব্যবস্থা। আপনার ব্যবসা অনুযায়ী নিজের মত করে পরিবর্তন করে নেয়ার সুবিধাও থাকছে এখানে। আপনি একটি সফটওয়্যার ব্যবহার করেই কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে যেকোন স্থান থেকে পরিচালনা করতে সক্ষম হবেন।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার সেলস এর গতি প্রতি ১০ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব সেই সাথে হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার ব্যবসাকে লসের হাত থেকে বাঁচানো।
পয়েন্ট অব সেল সার্ভিস নিতে ভিজিট করুন: https://nextzenbd.com/software-services/point-of-sale-pos/
9. Digital Pharmacy Sales System
আপনার কী একটি বা একাধিক ফার্মেসি রয়েছে? তবে এই সফটওয়্যারটি সম্পর্কে অবশ্যই ধারনা লাভ করুন। Nextzen Digital Pharmacy Sales System আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন সফটওয়্যার। আপনি যদি আপনার ফার্মেসিকে ডিজিটালই পরিচালনা করতে ইচ্ছুক হন তাহলে আপনার জন্য Nextzen তৈরি করেছে এই নতুন সফটওয়্যারটি। যেখানে রয়েছে বিক্রয়কর্মীদের ইনফরমেশন সংরক্ষণসহ ঔষধ ক্রয়-বিক্রয় স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা, দিনশেষে সরবরাহ করা মজুত অনুযায়ী প্রাপ্ত টাকার হিসাব করার ও স্বয়ংক্রিয়ভাবে তৈরি বিদ্যমান মজুতের অবস্থা দেখে নতুন করে অর্ডার দেওয়ার অত্যাধুনিক ব্যবস্থা।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার ফার্মেসি সেলস এর গতি প্রতি ১০ সেকেন্ডে সম্পন্ন করা সেই সাথে হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার ফার্মেসিকে লসের হাত থেকে বাঁচানো।
দেখে নিন আরো কি কি সুবিধা প্রদানে প্রস্তুত Nextzen Digital pharmacy sales system: https://nextzenbd.com/software-services/pharmacy-sales-system
10. ISP/Software-Services Service System (ISP Suite)
আপনি যদি কোনো ইন্টারনেট/সাবস্ক্রিপশন বেইজড ব্যাবসা প্রতিষ্ঠানের পরিচালক হয়ে থাকেন তাহলে আপনার জন্যই Nextzen এনেছে অন্যতম একটি অত্যাধুনিক সফটওয়্যার ISP Suite । ISP Saas একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবা যেখানে আপনার ডেস্কটপ পিসি বা ব্যবসায়ের নেটওয়ার্ক পরিচালনা এবং আপডেট করার জন্য সফটওয়্যার ডাউনলোড করার পরিবর্তে ব্যবহার করতে পারেন। আপনার ব্যবসার এক্টিভ কিংবা ইন অ্যাক্টিভ ইউজার তথ্য, প্রয়োজনীয় আয়, ব্যয়, লাভ-লোকসানের হিসাব রক্ষণাবেক্ষণ ও আপনার গ্রাহকদের সেবা সহজকরনের সমস্যা সমাধানেই একাধিক উন্নত মানের ফিচার নিয়ে Nextzen Digital ISP Suite সফটওয়্যারটি তৈরি। আপনি চাইলে মাইক্রোটিক সাথে আমাদের এই সফটওয়্যার সংযুক্ত করতে পারবেন।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার গ্রাহকদের সেবার মান উন্নতিকরন ও আপনার হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার ব্যবসাকে লসের হাত থেকে বাঁচিয়ে ব্যবসার কর্মযজ্ঞের মাধ্যমকে সহজ করা।
এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন নিচের লিংকে: https://nextzenbd.com/software-services/isp-saas-service-system/
11. Digital HR Management- ( HR suite )
Nextzen Digital HR Management এর মাধ্যমে HR Management খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ২০১৯ সালেই। ইতিমধ্যেই Nextzen এর এই সফটওয়্যারটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এই সফটওয়্যার সার্ভিসের রয়েছে কার্যকর ভূমিকা।
২০২০ সালের আপডেট নিয়ে এতটুকু কথা বলে আপনার মনে জায়গা না করতে পারলেও একবার নিজেই ফিচার গুলো দেখতে মূল্যবান সময় নিয়ে ঘুরে আসুন: https://nextzenbd.com/software-services/hr-management-system/
12. Smart Attendance Solution-IOT
Nextzen Smart Attendance Solution একটি আইওটি বেইজড সলিউশন। যার কর্পোরেট পার্টনার রয়েছে “গ্রামীনফোন”। এটি এমন একটি স্মার্ট ডিভাইস যা B2B প্রতিষ্ঠান এর জন্য ওয়্যারলেস, বায়োমেট্রিক, ক্লাউড বেইজড টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সহজ এবং ঝামেলাবিহীন অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সলিউশন দিতে সক্ষম। একবার ভেবেছেন কী কোন প্রকার সংযোগের প্রয়োজন হচ্ছে না এ সুবিধাটি আপনার অ্যাটেন্ডডেন্স সল্যুশনকে কতটা সহজ করতে সক্ষম?
ফিঙ্গার প্রিন্টসহ সফটওয়্যারটি বিভিন্ন ধরনের রিপোর্টিং, ডাটা রেপ্রেসেন্টেশন, লিভ ম্যানেজমেন্ট এবং প্রয়োজনীয় আরও ফিচার এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন সুবিধা দিতে সক্ষম। ফিচার দেখতে ক্লিক করুন
https://nextzenbd.com/software-services/Smart-attendance-solution-iot/
13. Digital Courier and Logistics System
এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কুরিয়ার ও লজিস্টিক ব্যবসাকে করতে পারবেন আরো উন্নত ও গতিশীল। যেকোনো স্থানে আপনার কুরিয়ার সেবাকে ট্রাক করে নিশ্চিত হতে পারেন Nextzen Digital courier and Logistics system এর মাধ্যমে।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার গ্রাহকদের সেবার মান উন্নতিকরন ও আপনার ব্যবসার মান দ্রুত উন্নত করে আপনার ব্যবসাকে লসের হাত থেকে বাঁচিয়ে ব্যবসার কার্যক্রমকে সহজ করা।
সার্ভিস সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ভিজিট করুন: https://nextzenbd.com/software-services/digital-token-system/
14. Vehicle Management
Nextzen Vehicle Managament সফটওয়্যার সার্ভিস আপনাকে স্যাটেলাইট জিপিএস এবং জিএসএম যোগাযোগের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা এবং আপনার গাড়ির ট্র্যাকিং প্রদান করবে। আপনি একটি ম্যাপে আপনার গাড়ির অবস্থান, গতি এবং ইঞ্জিনের অবস্থা দেখতে পারেন।
আরো সুবিধা সমূহ নিশ্চিত হতে ক্লিক করুন https://nextzenbd.com/software-services/vehicle-managament/
15. Team Tracker & Workforce
Nextzen Team Tracker & Workforce সফটওয়্যারটি সেলস-মার্কেটিং টিম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একটি এন্টারপ্রাইজ সলিউশন যা প্রতিষ্ঠানের মাঠকর্মীদের অবস্থান ও পরিস্থিতির তাৎক্ষণিক তথ্য দিয়ে ব্যবসায়িক কর্মকান্ডকে দেয় গতি এবং দক্ষতা। এই সার্ভিসের মাধ্যমে একটি মাত্র সফটওয়্যার পোর্টাল ব্যবহার করে প্রতিষ্ঠান তার কর্মীদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং সফটওয়্যার ও এসএমএস-এর মাধ্যমে কাজের গতিকে ত্বরান্বিত করতে পারে।
এই সফটওয়্যারের মুখ্য বিষয় আপনার সেলস/মার্কেটিং টিমের মান-কার্যক্রম সর্বদা সয়ংক্রিয়ভাবে পরিচালনা ও আপনার ব্যবসার মান দ্রুত উন্নত করে আপনার টিম পরিচালনা সহজ করা।
এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন নিচের লিংকে: https://nextzenbd.com/software-services/team-tracker-workforce-service/
16. Digital Diagnostic Management (DMS Aid)
আপনার Diagnostic কে করুন আরো স্মার্ট ও ডিজিটাল। Nextzen Digital Diagnostic Management এর মাধ্যমে আপনি সকল প্রকার রোগীদের মেডিসিন পরীক্ষা নিরীক্ষা এর রিপোর্ট খুব সহজেই তৈরি করতে পারবেন, রিপোর্ট প্রিন্ট সহ গ্রাহকদের ডিজিটাল মানি রিসিভ তৈরি করতে পারবেন এবং দিন শেষে আয়-ব্যায়ের হিসাব এক ক্লিকে তৈরি করতে পারবেন।
Nextzen Digital Diagnostic এর ফিচার সম্পর্কে জানতে ভিজিট করুন: https://nextzenbd.com/software-services/digital-diagnostic-management/
17. Digital Hospital Management (HMS Aid)
Nextzen Digital Hospital Management সফটওয়্যারের কার্যকারিতা কেবল মাত্র পরিচালনা করে না সেই সাথে অপারেশনাল ব্যয়কেও হ্রাস করে এবং মুনাফা সর্বাধিক করে তোলে।Nextzen Digital Hospital Management এর মাধ্যমে আপনি আপনার হসপিটাল/ক্লিনিকের সকল প্রকার হিসাব যেমন ডক্টরদের ডাটা-বেজ, আপনার প্রতিষ্ঠানের কর্মচারী ও রোগীদের নাম ঠিকানা ফোন নাম্বার এর ডাটা-বেজ তৈরির মাধ্যমে এক ক্লিক এ বের করতে পারবেন। এছাড়াও যেকোন হাসপাতালে ম্যানুয়ালি যে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় (IPD, OPD, Billing, Test, Bed management, Account, HR management) সেগুলোই এখন Nextzen Digital Hospital Management দ্বারা খুব দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব।
Nextzen Digital Hospital Management এর ফিচার সম্পর্কে জানতে ভিজিট করুন: https://nextzenbd.com/software-services/digital-hospital-management/
18. Digital Token system
Nextzen Digital Token System সফটওয়্যার সার্ভিস যা টোকেন সিস্টেমকে ডিজিটাল এবং আধুনিকায়ন।
Digital Token এর ফিচার সম্পর্কে আরো জানতে ক্লিক করুন: https://nextzenbd.com/software-services/digital-token-system/
19. Brand & Corporate Cloud Mail-Mail Suite
ইমেল সমাধানগুলির বিপরীতে, আপনি আপনার কোম্পানির ডোমেন নাম (উদাঃ [email protected]) এর সাথে ব্র্যান্ড করা ইমেল পেয়ে ব্যবসায়কে ইমেল দিয়ে আপনার ব্যবসায়কে আরও পেশাদার চিত্র দিতে পারেন।, আপনি আমাদের উন্নত ইমেল প্রযুক্তি থেকেও উপকৃত হবেন যা আপনাকে সর্বনিম্ন বিলম্ব এবং শিল্প-সর্বোত্তম আপটাইম, স্কেলাবিলিটি এবং নির্ভরযোগ্যতা দেয়। এই ইমেইল পরিষেবা অর্থ হ’ল আপনার ব্রান্ডকে গ্রাহকের কাছে সুন্দর ভাবে ব্রান্ডিং করার একটি মাধ্যম। এবং সর্বোত্তম অংশটি হ’ল আপনি যখন আপনার দল বাড়বে তখন ইমেল অ্যাকাউন্টগুলি যুক্ত করতে পারেন।
Brand & Corporate Cloud Mail-Mail Suite এর ফিচার সম্পর্কে জানতে ভিজিট করুন: https://nextzenbd.com/
শুধুমাত্র উপরেই শেষ নয় Nextzen এছাড়াও প্রদান করছে ১০০ টিরও বেশি Digital IT solution & Services. এর মধ্যে গুরুত্বপূর্ন কয়েকটি হলো:
- Branding & Design
- Graphic Design
- Product & Merchandise
- Architecture Design
- Digital Marketing Update
- E-commerce Solution
- Web Design & Development
- App Design & Development
- Software Solution
- Digital Business Strategy
- News portal & IP TV Service
- Customization Service
- Print Design
- Virtual Assistant
- Corporate Management
Cloud-Based Service প্রদানেও Nextzen নেই পিছিয়ে। দ্রুত ও সন্তোষজনক cloud সার্ভিস দিতে Nextzen সর্বদা প্রস্তুত। Cloud সার্ভিসগুলো হলো,
- Dedicated Cloud
- Shared Cloud
- VPS Cloud
- Registered Cloud
- DNS & Domain Register
Nextzen সবসময় আছে আপনার পাশে, আপনার প্রয়োজনে। আপনার কাজ যেমন আপনার জীবনের একটি বৃহৎ ভূমিকা পালন করছে, সেই কাজকে পরিপূর্ণ করতে Nextzen সর্বদা প্রস্তুত প্রযুক্তি সেবা প্রদানে। Nextzen এর সাথে থাকুন, আধুনিক করে তুলুন আপনার বিজনেস পরিচয়কে। ডিজিটাল করুন আপনার বিজনেসের সব কটি সার্ভিসকে Nextzen এর (IOT Biz Suite) এর মাধ্যমে একটি প্লাটফর্মে সহজ হবে আপনার সবকটি কার্যক্রম ঘরে বসেই। ২০২১ এর মধ্যে আরও ৫০ টিরও বেশি ডিজিটাল সেবা সংযুক্ত হবে বলে আশা করছি।
আপনার মুল্যবান সময়ের জন্য নেক্সটজেন পরিবার আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে
নেক্সটজেন টেকনোলজি রিভিউ পরিবার
www.nextzenbd.com
আমাদের যেকোনো পরিষেবা পেতে নির্দ্বিধায় যোগাযোগ করুন,
Technical & 24/7 Support
(BD) 09678 159 159
24/7/365 Available IVR (1/2/3)
Monday through Friday
Sales & ERP
(BD) 0171564 11 22
10 AM – 10 PM (GMT Bangladesh)
Monday through Friday
Quota & Complain
(BD) 01715933323
10 AM – 05 PM (GMT Bangladesh)
Monday through Friday.
International
(USA) 439-1624
10 AM – 05 PM (GMT USA)
Monday through Saturday.